প্রতিদিনের ডেস্ক:
পুষ্টিবিদরা রূপচর্চায় কলাকে গুরুত্ব দেন। ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম থাকায় রূপচর্চার জন্য গুরুত্বপূর্ণ। কলায় বলিরেখা নানাভাবে দূর হয়।
ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর কাজে কমলার রস নিন। এক চামচ মধু আর কলা চটকে মেশান তার সঙ্গে। এবার হলো প্যাক। মুখে ৫-১০ মিনিট লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। বলিরেখা দূর করাবেন অর্ধেক পাকা কলার সঙ্গে টক দই আর কয়েক ফোটা লেবুর রস মেশান। প্যাক মুখে ৫ মিনিট লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে বলিরেখা দূর করা যাবে।
দুষ্ট ব্রণের যন্ত্রণা কাটান একটি পাকা কলা, আধ চা চামচ বেকিং সোডা, আধ চা চামচ হলুদ ব্লেন্ড করে প্যাক বানান। ১০-১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে দুষ্ট ব্রণ বাগে আসবেই।