খুলনা প্রতিনিধি
তিন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ ২ পরিবহন শ্রমিককে আটক এবং আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেওয়ায় বেলা ১২টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। দেড় ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়। শিক্ষার্থীরা জানান, খুবি’র মাস্টার্সের ছাত্র নব্য সকালে তার অসুস্থ মাকে নিয়ে পাইকগাছা থেকে বাসে খুলনায় ফিরছিলেন। পথিমধ্যে বাসের হেল্পার ও সুপারভাইজার তার সঙ্গে দুর্ব্যবহার করে। বিষয়টি তিনি অন্য শিক্ষার্থীদের জানালে তারা জিরো পয়েন্ট এলাকায় আসে। তখন পরিবহন শ্রমিকরা একত্রিত হয়ে শিক্ষার্থী নব্য, আসিফ মাহমুদ ও অলোকেশকে মারধর করে। এর প্রতিবাদে বেলা ১১টায় জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ শুরু করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ এসে ২ পরিবহন শ্রমিককে আটক করে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ কর্মকর্তারা। বেলা ১২টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। খুবির সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রাজু রায় বলেন, আমাদের তিন জন শিক্ষার্থীকে মারধর করলে তারা তাদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ ভাবে রাস্তা অবরোধ করে। প্রশাসনের সহোযোগিতায় এবং আমাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছে। তিনি আরও জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবে। আহত তিন শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছেন। কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো: আবু নাসের আল-আমিন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থানে চলে আসে। শিক্ষার্থীদের অভিযোগ যুক্তিসঙ্গত। বাসসহ চালক ও তার সহযোগীকে আমরা ধরে থানায় নিয়ে এসেছি।পরে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে সমঝোতা করেছে এবং কেএমপি ক্ষমতা বলে তাদের দুইদিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুইজন শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মোংলা-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে আছে। জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর উপর পাইকগাছা রুটের বাসের হেলপারদের সাথে মারামারি হয়েছে।তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এরই প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা।