৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতালের ‘কার্যক্রম বন্ধ হয়ে গেছে’

প্রতিদিনের ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল হিসেবে পরিচিত নাসের হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজ রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এ তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে হাসপাতালটি অভিযান চালায় ইসরায়েল। হাসপাতালের কর্মী ও রোগীদের গোলাগুলির মুখে জোর করে পালিয়ে যেতে বাধ্য করা হয়। ইসরায়েলি অভিযানের পর ‘বিপর্যয়কর’ অবস্থায় পরে নাসের হাসপাতাল। আশরাফ আল-কিদরা রয়টার্সকে বলেছেন, দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে বর্তমানে মাত্র চারজন চিকিৎসাকর্মী রয়েছেন। তিনি বলেন, নাসের মেডিকেল কমপ্লেক্স দক্ষিণ গাজা উপত্যকার স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। এটির কার্যক্রম বন্ধ হওয়াটা খান ইউনিস ও রাফাহ-তে কয়েক হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত মানুষের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির সামিল।’আশরাফ জানান, জ্বালানি ও কর্মী সংকটের কারণে হাসপাতালটি কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে আর নেই। ইসরায়েলের বোমা হামলা ও জ্বালানি সংকটের কারণে গাজা উপত্যকার বেশিরভাগ হাসপাতাল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। নাসের গাজার সবচেয়ে বড় কার্যকরী হাসপাতাল ছিল। গত বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী হাসপাতালটিতে অভিযান চালায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়