প্রতিদিনের ডেস্ক
নিজের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মাধ্যমে সম্ভাবনার জানান দিয়েছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। বর্তমানে তার অভিনীত দু’টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর একটি হলো সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‘দখিন দুয়ার’। এ ছবিতে একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে কাজ করেছেন অধরা। আর অন্য ছবিটি হলো অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’। এখানে অধরার নায়ক আদর আজাদ। চলতি বছরই দু’টি ছবি মুক্তি পেতে যাচ্ছে। কিছুদিন আগেই এ দুই ছবির ডাবিংও সম্পন্ন করেছেন এ নায়িকা। নতুন ছবি প্রসঙ্গে অধরা বলেন, যে দু’টি ছবির কাজ করেছি সেগুলো মুক্তির অপেক্ষায় আছে। নতুন কয়েকটি সিনেমার প্রস্তাব এরমধ্যে এসেছে।
কিন্তু করা হয়নি। কারণ এখন কেবল মনের মতো কাজগুলোই করতে চাই। কারণ অযথা কাজ করে সময় যেমন নষ্ট হয়, তেমনি দর্শকদের একটি বিরূপ প্রতিক্রিয়াও মেলে। যা করবো মনের মতো কিছু করবো। এর জন্য সময় নিতে হলে নিবো। আমার মধ্য কোনো তাড়াহুড়ো নেই, চাপ নেই। কারণ আমার সিনেমা করে চলতে হয় না। এটা আমার প্যাশনের জায়গা, ভালোবাসার জায়গা। অধরা আরও বলেন, ‘দখিন দুয়ার’ ছবিটি ভিন্ন একটি গল্পের। কষ্ট করে শুটিং করেছি অনেক। পর্দায় ছবিটি দেখার অপেক্ষায় নিজেও আছি। আর ‘রাইটার’ এর গল্পও অন্যরকম প্রেমের। আশা করছি ছবি দু’টি মুক্তি পেলে দর্শক পছন্দ করবে