২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নিন্দুকদের জবাব

প্রতিদিনের ডেস্ক
বৃহস্পতিবারই সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদিন বিধানসভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে এসেই মিমি চক্রবর্তী জানিয়েছিলেন, সংসদ সদস্য পদ ছাড়তে চান, এমনকী আগামী লোকসভা নির্বাচনে আর প্রার্থীও হতে চান না। আর সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার বিকালে সোশাল মিডিয়ায় সংসদ সদস্য খাতের হিসাব দিলেন যাদবপুরের এই তৃণমূল সংসদ সদস্য। বিধানসভা থেকে বেরিয়েই নিন্দুকদের চ্যালেঞ্জ ছুড়েছিলেন, সাংসদ ফান্ডের কতো টাকা কোথায় ব্যবহার হয়েছে, কোথায় কাজ হয়েছে, সেই তথ্য নির্দিষ্ট পোর্টালেই পেয়ে যাবেন। এক নম্বরে কার নাম রয়েছে, সেটা যাচাই করে নিন। আর সেটাই আমার গর্বের কারণ। যেমন কথা তেমন কাজ! নিজের সংসদীয় খাতের টাকা কোথায় কতোটা খরচ করেছেন, কীভাবে কাজে লাগিয়েছেন, সেই সমস্ত হিসাব শুক্রবার সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরলেন মিমি। ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে যাদবপুরের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এই কয়েক বছরে মোট ১৭ কোটি টাকার বেশি কাজ করেছেন সংসদীয় এলাকার জন্য। কোন এলাকায় কতো টাকা খরচ হয়েছে? তার হিসাবও দিলেন পুঙ্খানুপুঙ্খভাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়