নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলে প্রথম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারী) সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষক ইকবাল হোসেন বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মুজিবর রহমানের ছেলে। জানা যায়, শনিবার বিকালে বেনাপোল সীমান্তবর্তী একটি গ্রামে প্রথম শ্রেনীর ছাত্রী শিশুটি তার পাশের বাড়িতে অন্যান্য শিশুর সাথে খেলছিল। এসময় ওই বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তার মুখ চেপে ধরে রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় কৌশলে সে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে শিশুটির পিতা মামলা দায়ের করেন। যা প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে যশোর সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়। শিশুর বাবা জানান, তার কন্যাকে পাশবিক নির্যাতন করেছে ধর্ষক ইকবাল হোসেন। তিনি ধর্ষক ইকবালের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন। বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন ভক্ত জানান, শিশুর বাবা ধর্ষন মামলা করলে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। শিশুকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার করানো হয়েছে।