১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে মোটরসুটি ক্ষেতে বিষ প্রয়োগে প্রাণ গেলো ৪০০ কবুতরের

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
মোটরসুটি ক্ষেতে বিষ প্রয়োগে চারশো কবুতর মারা গেলেও বিন্দুমাত্র আফসোস নেই ক্ষেত মালিক সাজ্জাত হোসেনের। বরং ক্ষেত মালিকের সাফ কথা টাকা-পয়সা খরচ করে লাভের আশায় চাষকৃত মোটরসুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছুই করার নেই। সাজ্জাত হোসেন যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে। মোটরসুটি ক্ষেতে বিষ প্রয়েগে গত দুই দিনে অন্তত চারশো কতবুতর মারা গেছে। উপজেলার তাজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মোরসুটির চাষ করেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে মোর সুটি ক্ষেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে করে গত দুই দিনে মোটর সুটি খেয়ে অন্তত চারশো কবুতর মারা গেছে। তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্থ কবুতর মালিক জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন। এ ব্যাপারে ক্ষেত মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগে কবুতর মারার ঘটনা অকপটে স্বীকার করে বলেন, লাভের আশায় মোটরসুটি লাগিয়েছি। কবুতর এভাবে খেয়ে ফেললে তিনি কি চুপচাপ বসে থাকবেন। তাই বিষ প্রয়োগ করেছি। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়