২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আমরা মার্কিন পরমাণু অস্ত্র চাই না: ফিনল্যান্ড

প্রতিদিনের ডেস্ক
ফিনল্যান্ডের অভ্যন্তরে কোনো ধরনের মার্কিন পরমাণু অস্ত্র স্থাপন করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেটেরি অরপো। কারণ হিসেবে তিনি বলেন, ন্যাটো নিজেই পরমাণু অস্ত্রের বিস্তার চায় না। পোল্যান্ডের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর: তাসের। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী আরো বলেন, এরই মধ্যে ন্যাটোভূক্ত বেশ কয়েকটি দেশে পরমাণু অস্ত্র রেখেছে যুক্তরাষ্ট্র। যে পরিমান অস্ত্র বিভিন্ন দেশে রাখা হয়েছে, তা ন্যাটোর নিরাপত্তার জন্য যথেষ্ট। তিনি আরো বলেন, এমনিতেই ফিনল্যান্ড অস্ত্রের ব্যবহার আরো কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এ অবস্থায় আমাদের দেশে মার্কিন পরমাণু অস্ত্র রাখা কোনো ভাবেই সম্ভব নয়। সম্প্রতি যুত্তরাষ্ট্র তাদের পরমাণু অস্ত্র আরো বেশি সংখ্যক ন্যাটোভূক্ত দেশগুলোতে স্থাপন করতে চাচ্ছে। ন্যাটোভূক্ত আরেক দেশ পোল্যান্ড নিজ দেশে এ ধরনের মার্কিন অস্ত্র রাখার ইচ্ছা পোষণ করলেও ফিনল্যান্ড নিরাপত্তা বোধ না করায় যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র না রাখার পক্ষে মত দেয়। উল্লেখ্য, ২০২৩ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ন্যাটোর সদস্যপদ পায় ফিনল্যান্ড।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়