প্রতিদিনের ডেস্ক
এষা দেওলের ১১ বছরের দাম্পত্য বর্তমানে ভাঙনের মুখে। এরই মাঝে রাজনীতিতে আসার ইঙ্গিত পাওয়া গেল তার। বিয়ের পর থেকে বহুদিনই সিনেপর্দায় দেখা যায়নি এষাকে। এবার নাকি মা হেমা মালিনীর মতোই রাজনীতিতে যোগ দিতে চলেছেন এষা দেওল। বিগত ৩ বারের মথুরার সংসদ সদস্য হেমা মালিনী। এবার মেয়ে এষাও যে তার মতোই খুব তাড়াতাড়ি রাজনীতির ময়দানে নামতে চলেছেন, সেকথা নিজ মুখেই জানালেন মা হেমা।