ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আয়োজনে বিআরডিবি’র হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা বিআরডিবি উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আনিসুর রহমান, ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী, সমাজসেবা কর্মকর্তা মেসবাহ উদ্দিন, সমবায় কর্মকর্তা সাালাউদ্দীনসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারন সম্পাদক ও কৃষকরা।