প্রতিদিনের ডেস্ক:
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন সিস্টেমস লিমিটেডের নরসিংদী পাওয়ার প্লান্টের বিদ্যুৎ বিক্রির চুক্তি মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি)।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচিত বিদ্যুৎকেন্দ্রটি ‘নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্ট’। চুক্তি অনুসারে, সরকার কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনে নিতো। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এতদিন বিদ্যুৎ কেনা বন্ধ ছিল।কোম্পানির পক্ষ থেকে সরকারের কাছে চুক্তির মেয়াদ নবায়ন করার জন্য আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিআরইবি এক চিঠির মাধ্যমে পাওয়ার প্লান্টটিকে আরও ৫ বছর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে। ‘নো ইলেক্ট্রিসিটি, নো পেমেন্ট বেসিস’ এই শর্তে পাওয়ার প্লানটি চলমান থাকবে।