২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দেবহাটায় উপজেলায় ক্লিনিক ও ল্যাব জরিমানসহ বন্ধের ঘোষণা ইউএনওর

রুহুল আমিন, দেবহাটা
দেবহাটায় ২টি ক্লিনিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করেছেন। এসময় উক্ত ক্লিনিকগুলোর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় জরিমানা আদায় করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সূত্র মতে, দেশব্যাপী অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে সোমবার ১৯ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান পারুলিয়া সখিপুর সিটি ডিজিটাল ক্লিনিক ও কুলিয়ার হাবিবা সার্জিক্যাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।

এসময় উক্ত ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রতিটি ক্লিনিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া লাইসেন্স আপডেট না থাকায় সিটি ডিজিটালকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা ও হাবিবা ক্লিনিকে অপারেশন রোগী থাকার কারনে পরবর্তীতে আর কোন রোগী ভর্তি করা বা ক্লিনিকের কার্য্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে এবং কুলিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক ক্লিনিকের ম্যানেজার না থাকায় সোমবারের অফিস টাইমের মধ্যে কাগজপত্র নিয়ে ইউএনওর দপ্তরে হাজির হতে বলা হয়। অভিযান পরিচালনাকালে ইউএনওর সাথে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন, আরএমও ডাঃ সাকিব হাসান বাধন, এসআই শোভন দাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়