প্রতিদিনের ডেস্ক
শুরুটা রাজশাহীতে। এরপর তা গড়ায় অস্ট্রেলিয়া পর্যন্ত। এই দীর্ঘ জার্নি যে প্রজেক্টকে ঘিরে, সেটার নাম ‘কাছের মানুষ দূরে থুইয়া’। বানিয়েছেন শিহাব শাহীন। অভিনয়ে নতুন জুটি প্রীতম হাসান-তাসনিয়া ফারিণ। এটি ওটিটি প্ল্যাটফরম চরকি’র ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের দ্বিতীয় সিনেমা। মুক্তি পাচ্ছে আগামী ২২শে ফেব্রুয়ারি। ইতিমধ্যে ছবিটির গান ও ট্রেলার উন্মুক্ত করা হয়েছে।