মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় থানা পুলিশ গোপন সংবাদে দু- মাদক বিক্রিতাকে গ্রেপ্তার করেছে। রোববার রাত ৯ টার দিকে উপজেলার সোনাতনকাটি গ্রামের বালিয়া খেয়াঘাট থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সোনাতনকাটি গ্রামের মৃত এরশাদ গাজূর ছেলে তাজিনুর রহমান(৪২),ও পাইকগাছার পাশ্ববর্তী তালা থানার বলিয়া গ্রামের নুর আলী গাজীর ছেলে ইকবাল গাজী (৪০)। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন,ধ তরা পেশাদার মাদক বিক্রেতা ও সেবনকারী।তাদের নামে মামলা হয়েছে।আইনে প্রক্রিয়ায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।