১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

প্রডাক্টিভিটি অ্যাপে বড় পরিবর্তন আনছে গুগল

প্রতিদিনের ডেস্ক
ডকস, শিট ও স্লাইডসহ নিত্যদিনের কাজে ব্যবহৃত বিভিন্ন অ্যাপের ব্যবহারিক অভিজ্ঞতায় পরিবর্তন আনার পরিকল্পনা গ্রহণ করেছে গুগল। আগামী মাসে এ আপডেট চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর টেকটাইমস।
নতুন এ আপডেটের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা প্রদানের বিষয়ে আশা প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্টটি। নতুন আপডেটের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি পরিবর্তন হচ্ছে ডকস, শিট ও স্লাইডের কমেন্ট সেকশনে পরিবর্তন আনা। কিছু নির্দিষ্ট ফিচার যুক্ত করার মাধ্যমে কমেন্ট সেকশনকে আরো অংশগ্রহণমূলক করতে চাইছে গুগল।
কোম্পানির তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা শিগগিরই ভিউ কমেন্টস অপশন থেকে আরো ভালোভাবে বিভিন্ন কমেন্টের উত্তর দিতে পারবে। কমেন্টের পাশাপাশি সার্চ ও ফিল্টার ব্যবহার আরো সহজ করা হচ্ছে। এর মাধ্যমে যেকোনো কমেন্ট খুঁজে পাওয়া সহজ হবে। এছাড়া কোনো কমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ফর ইউ সেকশনও যুক্ত হবে।
উৎপাদনশীলতা বাড়ানোর জন্য ডকস ও স্লাইডে কমেন্ট বাড়ানোর সুবিধাও যুক্ত করছে। ফলে ডকুমেন্ট বা প্রেজেন্টেশনের সময় ব্যবহারকারীরা কমেন্টও দেখতে পারবে। এছাড়া চাইলে এসব কমেন্টকে আইকনে রূপান্তর করা যাবে। এতে ডকস ও শিটে কাজের সময় আরো বেশি মনোযোগ দেয়া যাবে বলে জানিয়েছে গুগল। আগামী মাসের শুরুতেই এসব আপডেট চালুর কথা রয়েছে। চ্যানেল অনুযায়ী পর্যায়ক্রমে সবার জন্য এসব ফিচার চালু করা হবে বলে জানা গেছে।
কাজের ক্ষেত্রে গুগলের বিভিন্ন পরিষেবার মান বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত মাসেই ড্রাইভ, ডকস, শিট, স্লাইড ও ড্রইংয়েও নতুন আপডেট চালু করেছে কোম্পানিটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়