২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

রাঁচি টেস্টে ভারতীয় দলে থাকছেন না বুমরাহ

প্রতিদিনের ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন না ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কৌশলের অংশ হিসেবে তাকে বিশ্রামে পাঠিয়েছে ভারত। যে কারণে রাঁচিতে বল হাতে দেখা যাবে না ৩০ বছর বয়সী এই পেসারকে। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে রোহিত শর্মার ভারত। এই সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে উইকেট শিকার করেছেন বুমরাহ। ১৩.৬৪ গড়ে রান খরচা করে উইকেট নিয়েছেন মোট ১৭টি। রাজকোট টেস্ট শেষে বুমরাহ যাবেন আহমেদাবাদে। নিজের বাড়িতে ফিরে দারুণ কিছু সময় কাটাবেন তিনি। তবে বুমরাহের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়