২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

অপোর এ১৭কে ক্রয়ে মূল্যছাড়

প্রতিদিনের ডেস্ক
স্মার্টফোন ক্রয়ে মূল্যছাড়ের সুবিধা দিচ্ছে অপো। ব্র্যান্ডটির এ১৭কে কেনার ক্ষেত্রে গ্রাহককে এ সুবিধা দেবে প্রযুক্তি কোম্পানিটি। ডিভাইসটি সাশ্রয়ীমূল্যের হলেও এতে ৭ জিবি র‌্যাম এক্সপেনশন প্রযুক্তি, ৬৪ জিবির স্টোরেজ সুবিধা এবং পানি-রোধের আইপি রেটিং আইপিএক্স৪ দেয়া হয়েছে।
ব্লু ও নেভি ব্লু—এ দুটি দারুণ রঙে ডিভাইসটি পাচ্ছেন স্মার্টফোনপ্রেমীরা। ডিভাইসটিতে রয়েছে প্রিমিয়াম ফ্ল্যাট এজ ডিজাইন, যার পুরুত্ব মাত্র ৮ দশমিক ৩ মিলিমিটার এবং ওজন মাত্র ১৮৯ গ্রাম। এছাড়া এতে রয়েছে ২ দশমিক ৩ গিগাহার্টজ অক্টা-কোর হেলিও জি৩৫ প্রসেসর এবং সর্বোচ্চ কার্যকারিতার জন্য স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমসহ একটি শক্তিশালী ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
ডিভাইসটিতে ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে ৬ দশমিক ৫৬-ইঞ্চি এইচডি কালার রিচ ডিসপ্লে ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেয়া হয়েছে। বাংলাদেশের সব অনুমোদিত অপো স্টোরে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। মূল্যছাড়ের পর ডিভাইসটির বাজারমূল্য ১১ হাজার ৯৯০ টাকা। -বিজ্ঞপ্তি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়