প্রতিদিনের ডেস্ক
ভাষাশহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে শহীদ মিনারগুলো প্রস্তুত করা হচ্ছে। তবে এখনো অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অবস্থিত শহীদ মিনার। শুধু ভাষার মাসেই নয়, সবসময় এভাবেই অরক্ষিত অবস্থায় থাকে শহীদ মিনারটি।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে থানার পাশে অবস্থিত শহীদ মিনারটিতে এ চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, শহীদ মিনারের সামনে ছড়ানো ছিটানো ময়লা-আবর্জনা। বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখায় বোঝার উপায় নেই এখানে একটি শহীদ মিনার আছে। দলীয় নানারকম পোস্টার-ব্যানারসহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের পোস্টার সবসময় সাঁটানো থাকে শহীদ মিনারের আশপাশ।
স্থানীয় সূত্র জানায়, নব্বই শতকের শুরুতে স্থানীয় ছাত্ররা ব্যক্তিগত উদ্যোগে শহীদ মিনারটি নির্মাণ করেন। এর আগে কাঁচপুরে কোনো শহীদ মিনার ছিল না। এরপর থেকে প্রতিবছরই ভাষাশহীদদের স্মরণে এখানে পুষ্প অর্পণ করা হয়। অন্যান্য সময় অযত্ন-অবহেলায় পড়ে থাকে।
শহীদ মিনার প্রস্তুতি কমিটির সভাপতি সেলিম হক বলেন, ছাত্র অবস্থায় আমাদের ব্যক্তিগত উদ্যোগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছিল। শহীদ মিনারের সংস্কার কাজ করে খুব শিগগির আরও উঁচু করার ব্যবস্থা করা হবে।তিনি আরও বলেন, শহীদ মিনারের আশপাশের দোকানদারদের এখানে ময়লা ফেলতে অনেকবার মানা করেছি। তারা আমাদের কথা শোনেন না। তাই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর কামনা করছি।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে যা যা করার প্রয়োজন তা আমি অবশ্যই করবো।