৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে সরকারি কর্মকর্তা আটক

প্রতিদিনের ডেস্ক:
ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের উপজাতীয় কল্যাণ প্রকৌশল বিভাগের এক নির্বাহী প্রকৌশলী। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ৮৪ হাজার ভারতীয় রুপি ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরা পড়ার পর গ্রেপ্তার করা হয়েছে তাকে। দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) জানায়, এক ব্যক্তি কে জগা জ্যোতি নামের ওই কর্মকর্তা সরকারী সুবিধার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগ এনেছিলেন। এসিবি দ্রুত অভিযান পরিচালনা করে এবং নির্দিষ্ট প্রমাণ পেয়ে তাকে গ্রেপ্তার করে।ধরা পড়ার পর কে জগা জ্যোতির কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফেনফথ্যালিন টেস্টের মাধ্যমে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। ফেনোলফথালিন হলো একটি রাসায়নিক যৌগ, যা ভেঙে গেলে গোলাপী রঙ ধারণ করে। এটি ঘুসগ্রহীতাদের ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যখন কেউ ফেনোলফথালিন মেশানো নোট বা নথিগুলো স্পর্শ করেন, তখন ওই রাসায়নিক তাদের হাতে লেগে যায়। এর সঙ্গে আরেকটি রাসায়নিক মেশালেই গোলাপী রঙ স্পষ্ট হয়ে ওঠে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়। নির্বাহী প্রকৌশলী এখন হেফাজতে রয়েছেন। তাকে হায়দ্রাবাদের একটি আদালতে হাজির করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়