ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় নিখোঁজের ৭দিনেও সন্ধ্যান মেলেনি ১০বছরের শিশু আল আমিননের। উপায়ন্তর না পেয়ে মঙ্গলবার (২০ ফেব্রয়ারী) সন্ধ্যায় ঝিকরগাছা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন নিখোঁজ আল আমিনের মামা আবু বক্কর সিদ্দীক। যার নং-৯৪৭, তাং-২০/০২/২০২৪ ইং। আল আমিন উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের মৃত-রানা সরদার ও রিপা বেগমের একমাত্র ছেলে। জিডি সুত্রে জানাগেছে, গত ১৫ ফেব্রয়ারী সন্ধ্যা ৬টার দিকে নিজের ব্যবহৃত বাইসাইকেল চালাতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আল আমিন সাইকেলসহ নিখোঁজ রয়েছে। কয়েকদিন ধরে সম্ভব্য সকল আত্মীয়-স্বজনসহ সম্ভব্যস্থানে অনেক খোঁজাখুজি করা হলেও তার সন্ধ্যান মেলেনি। আল আমিনের শারীরিক গঠন গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো ছোট ছোট, উচ্চতা আনুমানিক ৪ফুট ৫ইঞ্চি, ওজন আনুমানিক ৪৫ কেজি। কেউ সন্ধ্যান পেলে ০১৯৭১-৯৬৯৬৬০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজ আল আমিনের মামাা আবু বক্কর সিদ্দীক। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে মা রিপা বেগম, দাদি সায়মা বেগমসহ নিখোঁজ আল আমিনের পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।