আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
পাইকগাছায় চাঁদখালী ইউনিয়নের মৌখালী বাজারে সরকারি খালে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমান আদালতে শহীদুল সরদার কে ১৫ দিনের জেল ও ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে। সোমবার বিকেলে চাঁদখালী ইউনিয়নের মৌখালী বাজারস্থ সরকারি জায়গা অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ওই ব্যক্তিকে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি আইন ২০২৩ এর ১২ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। এসময়ে পেশার মো. আনিছুর রহমান ও সঙ্গী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, সরকারি খাল ভরাট করে পাকা দোকান ঘরের মার্কেট নির্মাণের অপরাধে শহীদুল সরদার কে ১৫ দিনের জেল ও ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের দেশে নদী ও খাল গুলো প্রাণের সঞ্চার করে। এগুলো রক্ষা করা আমাদের আপনাদের নৈতিক দায়িত্ব। সরকারি সম্পত্তি অবৈধ ভাবে যেই দখল করুক তাদের কে আইনের আওতায় আনা হবে।