আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
পাইকগাছায় শিবসা নদীর চর ভরাটি জমি দখল করে বাঁধ দেয়ার সময় ভ্রাম্যমান আদালতে ইউপি সদস্য মোঃ বাবলু সরদারকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান আদালত বসিয়ে ওই জরিমানা করেন। নির্বাহী আদালতের পেশকার মো. আনিছুর রহমান জানান, রোববার উপজেলার লতা ইউনিয়নের লতা গ্রামে আব্দুল বারিক সরদারের ছেলে ইউপি সদস্য মো. বাবলু সরদার শিবসা নদীর চর ভরাটি জমি চিংড়ি ঘের করার জন্য বেকু যন্ত্র দিয়ে বাঁধ দিচ্ছিলেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি সেখানে হাজির হয়ে ভ্রাম্যমান আদালত বসান। এ সময় বলু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙঘনে ১৫/১ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের করাদন্ড দেয়া হয়। পরে ১ লক্ষ টাকা জরিমানা সরকারী কোষাগারে জমা দিয়ে খালাস পান ওই ইউপি সদস্য।