১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ফোল্ডেবল আইফোনের প্রকল্প পেছাবে অ্যাপল

প্রতিদিনের ডেস্ক
প্রযুক্তি খাতের অধিকাংশ কোম্পানি ফোল্ডেবলের বাজার নিয়ে আগ্রহী। স্যামসাং, শাওমি, অপো এরই মধ্যে ডিভাইস বাজারজাত করেছে। অ্যাপলও এ ক্যাটাগরিতে যুক্ত হওয়ার জন্য ফোল্ডেবল আইফোন আনার উদ্যোগ নিয়েছিল। বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী এ প্রকল্প পেছাতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর টেকরাডার।
বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, ফোল্ডেবল ডিভাইসের জন্য কার্যকর কোনো ডিসপ্লে না পাওয়ায় প্রকল্প পেছানো হতে পারে। ফিক্সড ফোকাস ডিজিটালের তথ্যানুযায়ী, ডিভাইসের মাঝখানে টেকসই ফোল্ডেবল ডিসপ্লের সন্ধানে পরীক্ষা চালাচ্ছে অ্যাপল। কিন্তু এখন পর্যন্ত ডিভাইস বাজারজাতে উপযুক্ত ডিসপ্লের সন্ধান পায়নি কোম্পানিটি।
প্রযুক্তিবিশারদদের মতে, বিভিন্ন কোম্পানির মধ্যে হয়তো স্যামসাংই ফোল্ডেবল ডিসপ্লে সরবরাহ করছে। কিন্তু প্রাপ্ত তথ্যানুযায়ী, ডিসপ্লেগুলো অ্যাপলের পরীক্ষায় টিকতে পারছে না। স্যামসাং নিজস্ব ফোল্ডেবল বাজারজাত করছে। সম্প্রতি গ্যালাক্সি ফোল্ড ৫ ও জেড ফ্লিপ ৫ উন্মোচন করেছে কোম্পানিটি। অ্যাপল মূলত ডিসপ্লে নিয়ে কি সমস্যায় পড়ছে সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। বিশ্লেষকদের মতে, কোম্পানিটি হয়তো আইফোনের আগে আইপ্যাড বাজারে আনতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়