প্রতিদিনের ডেস্ক
ভেঙে যাচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার। স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি নিজেই গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন এ নায়িকা। এরপর থেকে বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুললেন মাহির স্বামী রকিব। বিচ্ছেদ প্রসঙ্গে বিস্তারিত এখনই জানাতে নারাজ তিনি। রকিব বলেন, আমি আসলে এ সময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিচ্ছি। আমিও একটা ভিডিও করে সব কিছু বলবো। এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি সব কিছু পর্যবেক্ষণ করছি।
তিনি আরও বলেন, তার ভিডিও আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে কিছু বলতে চাইছি না। সময় নিচ্ছি। তারপর বলবো। সবশেষে রকিব জানান, খুব দ্রুত একটি ভিডিও বার্তার মাধ্যমে সবকিছু পরিষ্কার করবেন তিনি। এদিকে শুক্রবার ভিডিও বার্তায় মাহি বলেছিলেন, আমরা দু’জন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দু’জন মিলেই ঠিক করবো। তিনি আরও বলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। এর আগে ২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ই সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন।