প্রতিদিনের ডেস্ক
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে একটি ভাষার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। গানটির শিরোনাম ‘ফট ফট করে ইংরেজি বলো না’। গানটির কথা লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন পিজিত মহাজন। এইচএম ভয়েস থেকে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে ২১শে ফেব্রুয়ারিতে। শহীদ বলেন, সুন্দর কথা-সুরের ভাষার গানটি গেয়ে ভালো লাগছে। আমার বিশ্বাস সবারই পছন্দ হবে।