প্রতিদিনের ডেস্ক
সিরিজের ট্যাগলাইন, অন্তিম আঘাত। অন্তিম বোধোদয়ও বলা যায়। যে ‘চয়েস’-এর অজুহাতে সুস্মিতা সেন গোটা সিরিজে অজস্র বার বলে গেলেন, ছেলে-মেয়েদের বাঁচানোর জন্যই সে ড্রাগ ব্যবসায় নেমেছে। একদম শেষ দৃশ্যে গিয়ে তার মনে হলো, সে ভুল করেছিল। কেন এই বোধোদয়, তা ‘আরিয়া’র তৃতীয় সিজনের দ্বিতীয় ভাগের চার পর্ব জুড়ে ব্যাখ্যা করেছেন ক্রিয়েটার রাম মাধবানী ও সন্দীপ মোদী। সম্প্রতি এই সিরিজে অন্য এক সুস্মিতাকে আবিষ্কার করা গেছে।