প্রতিদিনের ডেস্ক
বিপিএলে এর আগে সেঞ্চুরি হলো মাত্র দুটি। একটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয়ের। অন্যটি করলেন রংপুর রাইডার্সের উইল জ্যাকসের। এবার এই দু’জনের সঙ্গে যোগ হলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ হাসান তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করে আজ ৫৮ বলে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি। সেঞ্চুরি করতে ৭টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মেরেছেন তিনি। খুলনাকে হারিয়ে চট্টগ্রাম প্লে-অফ খেলার টিকিট পেল। বিশেষ করে চট্টগ্রাম জিতলে তাদের প্লে-অফে ওঠা নিশ্চিত হওয়ার মত পরিস্থিতিতে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করলেন তানজিদ তামিম। ৩২ বলে হাফ সেঞ্চুরি করার পর দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূরণ করতে লাগিয়েছেন ২৬ বল। সব মিলিয়ে ৫৮ বলে তিনি পৌঁছান সেঞ্চুরির মাইলফলকে।এই এক সেঞ্চুরি দিয়ে এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেলেন তামিম। ৩৫৮ রান নিয়ে এই ম্যাচের আগ পর্যন্ত শীর্ষে ছিলেন তাওহিদ হৃদয়। এবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ১১৬ রানে অপরাজিত এবং তার মোট রান হয়ে গেলো ৩৮২। একটি সেঞ্চুরি ছাড়াও রয়েছে ২টি হাফ সেঞ্চুরি।