১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শিল্পী সমিতির নির্বাচন করবেন না জায়েদ খান

প্রতিদিনের ডেস্ক
টানা দুইবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সর্বশেষ নির্বাচনেও একই পদে অংশ নিয়েছিলেন। তবে আইনি লড়াই করেও পদ ফিরে পাননি। আসন্ন এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে জায়েদ খান বলেন, শিল্পী হিসেবে মানুষ কাজ মনে রাখে। কে সভাপতি-সেক্রেটারি এগুলো না। তাছাড়া আমার বড় ভাই ও বোন আমাকে অনুরোধ করেছেন এবার যেন নির্বাচনে অংশ না নেই। আমার বোন কঠিন রোগে আক্রান্ত। তিনি আরও বলেন, আমি তাদের কাছে থেকে বড় হয়েছি। তাই তাদের কথা ফেলে দেয়া আমার পক্ষে সম্ভব না।
এ কারণে এবার নির্বাচনে অংশ নেবো না। নির্বাচনে অংশ না নিলেও শিল্পীদের সেবা করা যায় উল্লেখ করে জায়েদ বলেন, একাধিকবার দায়িত্বে থেকে শিল্পীদের সেবা করেছি। আমি মনে করি শিল্পীদের পাশে থাকতে হলে পদবি বড় বিষয় নয়। শিল্পীদের জন্য যেকোনো সময় যে কোনো প্রয়োজনে পাশে থাকবো। তিনি আরও বলেন, ডিপজল ভাই ও মিশা ভাই প্যানেল দিচ্ছেন। তারা যদি পাস করেন তাদের পাশে থেকে আমি কাজ করে যাবো। আগামী ১৯শে এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়