২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় দিনে দুপুরে চুরি করার সময় নারী আটক

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় দিনে দুপুরে চুরি করে পালানোর সময় পাপিয়া খাতুন (৩০) নামে এক মহিলা চোরকে আটক করে স্থানীয় জনতা পুলিশে দিয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে সাতপিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিত এলাকায় এ ঘটনা ঘটে। পাপিয়া খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের খোরশেদের মেয়ে। সে স্বামীকে নিয়ে শহরে আমতলা মোড়ে ভাড়া থাকে। স্থানীয় আমিনুর রহমান আলম জানান, তার ফুফাতো ভাই কামরুলের বাসা মুনজিতপুরে। বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে পাপিয়া খাতুন দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দা দিয়ে আলমারি ভেঙ্গে মুল্যবান জিনিস পত্র নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে। তাকে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি করার পর স্থানীয় জনতা চোর পাপিয়া খাতুনকে আটক করে আমাদেরকে খবর দেয়। আমরা ঘটনাস্থল থেকে তাকে আটক করি এবং তার দেহ তল্লাশি করে সাত পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়