২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

সিক্রেট কোড ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

প্রতিদিনের ডেস্ক
ওয়েব ভার্সন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। বিশেষ করে যেসব কথোপকথন লকড বা সুরক্ষিত থাকে সেগুলোর জন্য এ ফিচার আনা হচ্ছে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে। খবর গিজচায়না।সিক্রেট কোড ফিচার নামে এটি ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। এটি চালু হলে সুরক্ষিত কোনো কথোপকথনে প্রবেশের জন্য কোড ব্যবহার করতে হবে। সম্প্রতি ওয়েবের বেটা সংস্করণে চ্যাট লক ফিচার চালু করা হয়েছে। কোড ব্যবহারের ফিচারটি এর সূত্র ধরেই এসেছে। চ্যাট লক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যে কারো সঙ্গে চলমান কথোপকথন লক করে রাখতে পারবে, যা ওয়েব প্লাটফর্মে ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা ও নিরাপত্তা দিয়ে থাকে।
হোয়াটসঅ্যাপ ওয়েবের সিক্রেট কোড ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রযুক্তি বিশারদদের ধারণা, ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে। ফিচারটির বিষয়ে স্ক্রিনশট প্রকাশ করেছে ওয়াবেটাইনফো। সেখানে বলা হয়েছে, সংরক্ষিত কথোপকথনে প্রবেশের জন্য ব্যবহারকারীদের আলাদা কোড ব্যবহার করতে হবে। মেটা মালিকানাধীন প্লাটফর্মটির মতে, সংবেদনশীল কথোপকথন যেন পিন কোডের মতো অতিরিক্ত সুরক্ষা স্তরের মাধ্যমে সুরক্ষিত থাকে, সেটি নিশ্চিতেই এ উদ্যোগ।
পর্যায়ক্রমে সব প্লাটফর্মের জন্যই নিরাপত্তা ফিচারটি চালুর বিষয়ে আগ্রহী হোয়াটসঅ্যাপ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়