১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

স্ন্যাপড্রাগন সেভেন প্লাসসহ আসবে ওয়ানপ্লাস এইস থ্রিভি

প্রতিদিনের ডেস্ক
শিগগিরই বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে ওয়ানপ্লাস। আগে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এইস থ্রিভি স্মার্টফোনে স্ন্যাপড্রাগন সেভেন জেন ৩ প্রসেসর ব্যবহারের কথা বলা হয়েছিল। তবে উইবো টিপস্টার ডিসিএসের তথ্যানুযায়ী, ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন সেভেনপ্লাস জেন ৩ চিপ থাকতে পারে। সেভেনপ্লাস জেন ৩ প্রসেসরে ফ্ল্যাগশিপ ৮ জেন ৩-এর অনুরূপ গঠনশৈলী ব্যবহার করা হয়েছে। এতে করটেক্স এক্স-ফোর কোর রয়েছে, যা ২ দশমিক ৮ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। বাজার বিশ্লেষকদের তথ্যানুযায়ী, ওয়ানপ্লাস এস থ্রিভি হয়তো মিড রেঞ্জ বাজারকে লক্ষ্য করেই আসতে পারে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্ন্যাপড্রাগন সেভেনপ্লাস জেন থ্রি প্রসেসরযুক্ত স্মার্টফোনটিতে হাই রেজল্যুশনের ১ দশমিক ৫ কে এইটটি এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিও দেয়া হতে পারে। প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা মার্চ নাগাদ কোয়ালকমের এসএম৭৬৭৫ ও এসএম৮৬৩৫ চিপসেট উন্মোচনের বিষয়ে জানিয়েছে। দুটি চিপই পারফরম্যান্সের দিক থেকে আলাদা। ক্লিফস কোডনেমে বর্তমানে দুটি প্রসেসরই উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে। এগুলোয় স্ন্যাপড্রাগস এইট জেন ৩-এর আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা একই সঙ্গে বেশি পারফরম্যান্স দেবে ও বিদ্যুৎ ব্যবহার কমাবে বলে দাবি কোম্পানির। স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর তৈরিতে ফোর ন্যানোমিটারের প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগন সেভেনপ্লাস জেন থ্রি-র মাধ্যমে প্রসেসরের লাইনআপ বাড়ানোর উদ্যোগ অব্যাহত রেখেছে। গিজমোচায়না

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়