এসকে সুজয়, নড়াইল পৌর সংবাদদাতা
নড়াইলের ৪টি থানায় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২০ টি স্মার্ট ফোন ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী। পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন এবং মো.ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলার ৪টি থানার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে ২০টি হারানো মোবাইল উদ্ধার করা হয়। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম,পুলিশ আমাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে এ সময় সিসিআইসির ইনচার্জ মোঃ শাহ্ দারা খানসহ নড়াইল সাইবার ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।