২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দেবহাটায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

রুহুল আমিন, দেবহাটা
দেবহাটায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজনে এবং দেবহাটা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দেবহাটা ফুটবল মাঠে বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারমান জি.এম স্পর্শ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সিনিয়র সারিন্টিফিক অকিলার ড. উম্মে শারমিন আক্তার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাশেদ আলম, তানভীর আহমেদ, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। পরে অতি দরিদ্র পরিবারের মধ্যে গরু বিতরন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়