২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
পাইকগাছা উপজেলা সদরে ৪র্থ উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলায় সোলাদানা ক্রিকেট একাদশ‌ ৪ উইকেটে বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ ক্রিকেট ইউনাইটেড একাদশ লস্কর কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। শুক্রবার পাইকগাছা সরকারি কলেজ মাঠে ২০ ওভারের ফাইনাল খেলায় সোলাদানা ক্রিকেট একাদশ‌ প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ ক্রিকেট ইউনাইটেড লস্কর ব্যাটিং এ নেমে ১৮ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১২৯ রান করে। অপরদিকে, সোলাদানা ক্রিকেট একাদশ‌ ১৩০ রান তাড়া করতে নেমে ১৬ ওভারে ৩ বলে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্যাচ – ২০০৩ (ফ্রেন্ডস ফেডারেশন) এর আয়োজনে এবং উজ্জ্বল এর কাছের মানুষ গুলোর সার্বিক সহযোগীতায় উক্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস ফেডারেশনের আসিফ ইকরাম সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) রশীদুজ্জামান এমপি পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, ইউএনও মুহাম্মদ আল-আমিন। উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অব. সহকারী শিক্ষক অখিল কুমার সরকার ও দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কাউন্সিলর রবি শংকর মন্ডল। ম্যান অফ দ্যা ম্যাচ অনিম এবং সর্বোচ্চ ১৪৩ রান ও ৬ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন মারুফ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়