প্রতিদিনের ডেস্ক
জরুরি পারিবারিক কারণে ভারত সফরের মাঝপথে রেহান আহমেদ ফিরে গেছেন ইংল্যান্ডে। ইংলিশ স্পিনার ভারতের বিপক্ষে সিরিজের বাকি অংশ আর ফিরবেন না। এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, স্কোয়াডে তার স্থলাভিষিক্ত কাউকে নেওয়া হবে না। ভারতের বিপক্ষে প্রথম তিন টেস্টে রেহান ৪৪ গড়ে ১১ উইকেট নেন। বিশাখাপত্তামে ১৫৩ রান দিয়ে ছয় উইকেট নেন তিনি। চতুর্থ টেস্টের জন্য বৃহস্পতিবার একাদশ ঘোষণার পর তার নাম দেখা যায়নি। তবে এদিন ফাইনাল সেশনে দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। শুক্রবার জরুরি ভিত্তিতে দেশের বিমান ধরতে হয় তাকে। চতুর্থ টেস্টের রেহানের জায়গায় একাদশে খেলছেন শোয়েব বশির। একাদশে অন্য স্পিনার বাঁহাতি টম হার্টলি, যিনি এই সফরে ১৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার।হান আহমেদ ফিরে গেছেন ইংল্যান্ডে। ইংলিশ স্পিনার ভারতের বিপক্ষে সিরিজের বাকি অংশ আর ফিরবেন না। এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, স্কোয়াডে তার স্থলাভিষিক্ত কাউকে নেওয়া হবে না। ভারতের বিপক্ষে প্রথম তিন টেস্টে রেহান ৪৪ গড়ে ১১ উইকেট নেন। বিশাখাপত্তামে ১৫৩ রান দিয়ে ছয় উইকেট নেন তিনি। চতুর্থ টেস্টের জন্য বৃহস্পতিবার একাদশ ঘোষণার পর তার নাম দেখা যায়নি। তবে এদিন ফাইনাল সেশনে দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। শুক্রবার জরুরি ভিত্তিতে দেশের বিমান ধরতে হয় তাকে। চতুর্থ টেস্টের রেহানের জায়গায় একাদশে খেলছেন শোয়েব বশির। একাদশে অন্য স্পিনার বাঁহাতি টম হার্টলি, যিনি এই সফরে ১৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার।