২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে আইসিটি নারী উদ্যোক্তার মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে “প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে’ সফল আইসিটি নারী প্রশিক্ষনার্থী উদ্যোক্তাদের অনুভূতি প্রকাশ ও তাদের মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে এই ল্যাপটপ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আব্দুল জব্বার। হার পাওয়ার প্রকল্প এর উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, বীর মুক্তিযোদ্ধা মোল্লা আঃ হাকিম, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও আইসিটি নারী প্রশিক্ষনার্থী উদ্যোক্তাগন। পরে হার পাওয়ার প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার ৭৫ জন আইসিটি নারী প্রশিক্ষনার্থী উদ্যোক্তার মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রক্রিয়াকে আরও বেগবান হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়