নিজস্ব প্রতিবেদক
যশোর-খুলনা মহাসড়কের ট্রাক টার্মিনালের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় ইন্তাজ আলী বিশ্বাস (৬৫) নামে এক সাবেক স্কুল শিক্ষক নিহত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আলী বিশ্বাস নওয়াপাড়া রাজটেক্সটাইল মিলের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ ছাড়াও তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তিনি উপজেলার আমডাঙ্গা গ্রামের মনির উদ্দিন বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকালে ইন্তাজ আলী বিশ্বাস আমডাঙ্গা গ্রামের বাড়ি থেকে ভাঙ্গাগেট তার হোমিওপ্যাথিক চেম্বারে আসার উদ্দে্যশে ভ্যান যোগে নওয়াপাড়া ট্রাক টার্মিনালের সামনে পৌছায়। এসময় খুলনা গামী কাভার্ডভ্যান ( খুলনা ট ১৮-৭৩৩২) পিছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। তাকে দ্রুত অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সুস্মিতা বিশ্বাস বলেন, দুর্ঘটনায় আহত ইন্তাজ আলীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরুল হাসান বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় একজন সাবেক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আমরা কাভার্ড ভ্যানটি আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।