২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আইফোন ব্যবহারকারীদের নিরাপত্তায় অ্যাপলের নতুন উদ্যোগ

প্রতিদিনের ডেস্ক
ব্যবহারকারীদের আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তায় গোপনীয়তা সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর তাই নিজেদের মেসেজিং অ্যাপ ‘আইমেসেজ’-এ এনক্রিপশন পদ্ধতিতে বার্তা আদান-প্রদান করে থাকে অ্যাপল। কিন্তু শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে চাইলেই আইমেসেজের এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিরাপত্তাব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে আদান-প্রদান করা বার্তার তথ্য জানা সম্ভব। আর তাই আইফোন ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে ‘পিকিউ-থ্রি’ নামের পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিক প্রটোকল উন্মুক্ত করেছে অ্যাপল।
অ্যাপল জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করেও আইমেসেজের এনক্রিপশন ভাঙা যাবে না। ফলে ব্যবহারকারীদের আদান-প্রদান করা বার্তা সুরক্ষিত থাকবে। কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি থেকে সুরক্ষা দেবে পিকিউ–থ্রি প্রটোকল। ফলে ব্যবহারকারীদের তথ্য বর্তমানের তুলনায় নিরাপদ থাকবে।
আইওএস অপারেটিং সিস্টেমে ডিফল্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে আইমেসেজ ব্যবহার করা হয়। বর্তমানে প্রায় ১০০ কোটি মানুষ আইমেসেজ ব্যবহার করেন। আইমেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে প্রেরকের কাছ থেকেই বার্তাতে বিশেষ সংকেত (কোড) যুক্ত করে প্রাপকের কাছে পাঠানো হয়। প্রাপকের কাছে পৌঁছানোর পর কোডযুক্ত বার্তাকে আবার সাধারণ বার্তায় পরিণত করা হয়। ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারেন না।
সূত্র: ব্লিপিং কম্পিউটার

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়