প্রতিদিনের ডেস্ক
স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের আদলে নিজের অবস্থানের তথ্য জানানোর সুযোগ দিতে ‘ফ্রেন্ড ম্যাপ’–সুবিধা চালু করছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা চালু হলে আশপাশে থাকা অ্যাকাউন্ট অনুসরণ করা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে নিজের হালনাগাদ অবস্থানের তথ্য জানানো যাবে। এর ফলে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এ বিষয়ে ইনস্টাগ্রাম আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও জনপ্রিয় অ্যাপ–গবেষক অ্যালেসান্দ্রো পালুজ্জি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
অ্যালেসান্দ্রো পালুজ্জির তথ্যমতে, ফ্রেন্ড ম্যাপ–সুবিধা চালুর জন্য বর্তমানে কাজ করছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের ‘নিয়ারবাই’ সুবিধার সঙ্গে সম্পর্কিত ফ্রেন্ড ম্যাপ সুবিধা যেকোনো সময় চালু বা বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হবে না।
জানা গেছে, ফ্রেন্ড ম্যাপ–সুবিধায় স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের মতোই ম্যাপে পরিচিত ব্যক্তিদের অবস্থান দেখা যাবে। এর ফলে বন্ধুরা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বা নির্দিষ্ট স্থানে একে অপরকে দ্রুত খুঁজে পাবেন। মা–বাবাও সন্তানের অবস্থান জানার সুযোগ পাবেন। নতুন এ সুবিধা অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে ব্যবহার করা যাবে।
সূত্র: ম্যাশেবল