৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

না ফেরার দেশে ‘গজল কিং’ পঙ্কজ উদাস

প্রতিদিনের ডেস্ক
গজল গানের অন্যতম নক্ষত্র পঙ্কজ উদাস। যে নক্ষত্রটি ঝরে পড়লো সোমবার (২৬ ফেব্রুয়ারি)। দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন গজল সংগীতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। বয়স হয়েছিল ৭২ বছর।
পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পঙ্কজ উদাসের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়। বলা হয়েছে, ‘অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন, ২৬ ফেব্রুয়ারি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।’
চার দশকের সংগীত ক্যারিয়ারে হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তার অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যায়ার করো’, নিকলো না বেনাকাব’—পঙ্কজ উদাসের গাওয়া এসব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা।
‘নাশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসাফার’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার ঝুলিতে। জগজিৎ সিং-কে বলা হয় ‘গজল সম্রাট’। আর সংগীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ পঙ্কজ উদাস।
সূত্র: হিন্দুস্তান টাইমস

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়