প্রতিদিনের ডেস্ক:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ রাখার বিষয়ে পদক্ষেপ নিতে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। বায়তুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। এটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। ১৯৬৮ সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। বিভিন্ন সময় মসজিদের উত্তর গেট থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং হট্টগোল বাঁধে।