প্রতিদিনের ডেস্ক
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে দুদিনব্যাপী রোবটিকস ইভেন্ট টেকস্পেকট্রা ২.০-এর আয়োজন করেছে ইনফিনিক্স। বিশ্ববিদ্যালয়ের রোবটিক ক্লাবের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০০-এর বেশি প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রোবট বানানো ও প্রোগ্রামিং নিয়ে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান এ আয়োজনে। অনুষ্ঠান শুরু হয় আইডিয়া কম্পিটিশনের মাধ্যমে। শিক্ষার্থীরা এখানে রোবটিক প্রযুক্তি নিয়ে তাদের উদ্ভাবনী চিন্তাগুলো তুলে ধরেন।
রোবটিক প্রযুক্তি প্রদর্শনের এ আয়োজনে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে সকারবট ও লাইন-ফলোয়িং রোবট রেস নামের প্রতিযোগিতা দুটি। শিক্ষার্থীদের বানানো রোবটগুলো এ প্রতিযোগিতায় দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়।
সবচেয়ে বেশি গোল করার জন্য সকারবট নামের গেমটিতে একটি বল নিয়ে লড়াই করে বেশ কয়েকটি রোবট। অন্যদিকে লাইন-ফলোয়িং রোবট রেসে সবার আগে ফিনিশ লাইনে পৌঁছতে দৌড়ায় আরো কয়েকটি রোবট। মূলত নতুন ধরনের রোবট তৈরি করে অগ্নিনির্বাপণ ও যাতায়াত ব্যবস্থায় নানা সমস্যা সমাধান করতে টেকস্পেকট্রা ২.০ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইনফিনিক্স ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি