রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ার গিলাতলা গ্রামে সৎ মা জোবাইদা বেগমের হাতে ৩ বছরের শিশু কন্যা নুসরাত জাহান রোজাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নুসরাত উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর মেয়ে। গত মঙ্গলবার দুপুরে তাদের বাড়ীতে এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় জিজ্ঞাসাবাদের জন্য পিতা ও সৎ মাকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর সাথে লক্ষীপাশা ইউনিয়নের দাসেরডঙ্গা গ্রামের মান্নান শেখের মেয়ে রুপার সাথে ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে সিজান কাজী(৫) ও নুসরাত জাহান রোজা (৩)নামে দুটি সন্তান জন্মগ্রহন করে। প্রথম স্ত্রীর সাথে বনিবনাদ না হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আদালত সন্তান সিজান ও রোজাকে পিতা সজিবের কাছে থাকবে বলে আদেশ দেন। সজিব কাজীর সাথে আপন ফুপাতো বোন জোবাইদাকে বিয়ে করে বসবাস করে আসছিল। কিন্ত বিয়ের পর থেকে সৎ মা আগের পক্ষের সন্তান দুটিকে বিভিন্ন ভাবে নির্যান্ত করে আসছিল। এ কারনে সন্তান দুটি একই বাড়ীতে দাদা-দাদী দেখাশুনা করতো তাদের কাছে থাকতো।তাদেরকে বাড়ীতে রেখে মঙ্গলবার সকালে দাদা-দাদী কাজের সন্ধানে বাইরে যায়। দুপুরে তারা বাড়ীতে এসে সিজানকে পেলেও রোজাকে না পেয়ে দাদী খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে দাদী সৎ মা জোবাইদার কাছে জানতে চাইলে সৎ মা জানায়, রোজা ঘরের মধ্যে খাটের পর কোম্বর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। রোজার দাদী সেখানে উপস্থিত হয়ে মৃত অবস্থায় তাকে দেখতে পায়। রোজার আপন মা রুপা খানম ও দাদা খায়ের কাজী অভিযোগ করে বলেন, ধারনা করা হচ্ছে সকাল ৯ টা থেকে দুপুর ১ টার মধ্যে যে কোন সময় সৎ মা জোবাইদা নুসরাত জাহান রোজাকে শ্বাসরোধ করে হত্যা করে কৌশলে কম্বল চাপা দিয়ে ঢেকে রাখে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পিতা সজীব কাজী ও সৎ মা জোবাইদা বেগমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থলে প্রসাব করে কাথা ভিজা অবস্থায় পাওয়া গেছে। লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।