২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

সব ডিভাইসে গরিলা গ্লাস ব্যবহার করবে মটোরোলা

প্রতিদিনের ডেস্ক
দীর্ঘমেয়াদে স্মার্টফোন ব্যবহার নিশ্চিতে কর্নিংয়ের গরিলা গ্লাস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মটোরোলা। চলতি বছর শেষে বাজারে আনা সব স্মার্টফোনে এ গ্লাস ব্যবহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিটি। খবর গিজমোচায়না।
প্রযুক্তিবিদদের মতে, এ সিদ্ধান্তের ফলে সবচেয়ে সাশ্রয়ীমূল্যের ডিভাইসেও কর্নিংয়ের গরিলা গ্লাস পাওয়া যাবে। এ গ্লাসগুলো সেলফোনের ডিসপ্লেকে যেকোনো আঘাত বা আঁচড় থেকে সুরক্ষিত রাখে। হাত থেকে পড়ে গেলেও স্মার্টফোনের ডিসপ্লে তেমন ক্ষতিগ্রস্ত হবে না। ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোয় এরই মধ্যে গরিলা গ্লাস ব্যবহৃত হচ্ছে। কিন্তু সাশ্রয়ীমূল্যের ডিভাইসগুলোয় সেভাবে কোনো সুরক্ষা ব্যবস্থা দেয়া হয়নি।
মটোরোলার এ উদ্যোগের মাধ্যমে এটি নিশ্চিত যে কম দামি বা সাশ্রয়ীমূল্যের ডিভাইসগুলোও এখন সহজে ক্ষতিগ্রস্ত হবে না। ডিভাইসে কর্নিংয়ের কোন মডেলের গরিলা গ্লাস ব্যবহৃত হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। কোম্পানিটি সম্প্রতি অনুষ্ঠিত এক ইভেন্টে গরিলা গ্লাস ফাইভ ও ভিকটাস টু ব্যবহারের বিষয়ে জানিয়েছে।বাজার বিশ্লেষকরা জানান, মটোরোলার এ উদ্যোগ সব ধরনের ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদে ডিভাইস ব্যবহারের সুবিধা দেবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়