প্রতিদিনের ডেস্ক
আবারো সম্পর্ক ভাঙার গুঞ্জন সালমান খানের। দুবাইয়ের স্টেডিয়ামে দাঁড়িয়ে বিদেশিনী প্রেমিকা ইউলিয়া ভন্তুরকে এড়িয়ে গেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওকে কেন্দ্র করে এমনই প্রশ্ন উঠছে। সেলিব্রিটি ক্রিকেট লীগের জন্য দুবাইয়ে গেছেন সালমান। সেখানে তার পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা রয়েছেন। সেখানে করা এক ভিডিওতে দেখা যায়, মাঠের দিকে যাওয়া ইউলিয়াকে দেখেই দাঁড়িয়ে পড়েন সাল্লু। এ সময় ইউলিয়ার দিকে একবারো তাকাননি তিনি।