১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

স্কুলের নৈশ প্রহরী ইয়াবাসহ আটক

বসুন্দিয়া প্রতিনিধি
যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গল বাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী, বশির আহমেদকে ইয়াবাসহ আটক করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ। আটক বশির আহমেদ জঙ্গল বাঁধাল গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি জঙ্গল বাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীর দায়িত্বে রয়েছেন। যশোর কোতোয়ালী মডেল থানার এ এস আই সাইফুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে, যশোর সদরের বসুন্দিয়া গাইদগাছি এলাকা থেকে মাদক বিক্রয়কালে মোঃ আরমান গাজী এবং মোঃ বশির আহমেদ কে আটকের পর আদের দেহ তল্লাশি করে ৭৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আসামিদ্বয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃত অপর এক আসামি হলেন, যশোর সদরের পুরাতন কসবা কাজীপাড়ার রবিউল করিম গাজীর ছেলে আরমান গাজী। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এস আই মোঃ হেলাল সরদার বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়