কালীগঞ্জ প্রতিনিধি
“আর নয় শুধু আখ,সাথী ফসলের বাজাই ঢাক” স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচানপুরে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১০টার সময় ত্রিলেচানপুর গ্রামের মাঠে বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট ঈশ্বরদী এর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় । মাঠ দিবস অনুষ্ঠানে সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট (ঈশ্বরদী) মূখ্য বৈঞ্জানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোঃ আবু তাহের সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউড ঈশ্বরদী এর পরিচালক ড. মোঃ ওমর আলী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আতাউর রহমান , মোবারকগজ্ঞ সুগার মিলের ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল।মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ ৮০ জন কৃষক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।এসময় দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের একমাত্র রাষ্ট্রীয় ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল লিমিটেড এলাকায় আখ চাষিদের মাঝে ১১৫টি প্লট দেওয়া হয়েছে ,প্লটের সাথে ১১ হাজার টাকা ভর্তুকি প্রদান করা হয়।মাঠ দিবস অনুষ্ঠনে প্রধান অতিথি মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন , আখের সাথে সাথী ফসল কৃষকদের মুখে হাসি ফোটাবে। আখের সাথে সাথী ফসল চাষের গুরুত্ব অপরিসীম।এসময় তিনি ,চাষীদের বেশি করে সাথী ফসলসহ আখ রোপনের আহ্বান জানান।