প্রতিদিনের ডেস্ক
৩রা ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ছবি ‘আর্টিকেল ৩৭০’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। এতে গোয়েন্দার চরিত্রে রয়েছেন তিনি। গোটা ছবিটাই কাশ্মীরের পটভূমির ওপর। ভারতীয় বক্স অফিসে তিন দিনে প্রায় ২৫ কোটি আয় করে ছবিটি। কিন্তু এর মাঝে পশ্চিম এশিয়ার দেশগুলোতে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি। শুধুই আর্টিকেল ৩৭০ নয়, এর আগে ‘ফাইটার’, ‘টাইগার-৩’, ‘দ্য কাশ্মীর ফাইলস্’ও নিষিদ্ধ করেছিল উপসাগরীয় দেশগুলো।