২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

বউ নিয়ে দৌড় প্রতিযোগিতায়

প্রতিদিনের ডেস্ক
দ্বিতীয় স্থান অর্জন করেছে যুক্তরাষ্ট্রের মিসাফা ফ্রাইস্টার এবং রি টাকানো। দুই সেকেন্ডের ব্যবধানে প্রথম হতে পারেনি তারা। ১৯৯২ সাল থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলিসিংকির ৫০০ কিলোমিটার উত্তরে সোনাকারভিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্ত্রীকে কাঁধে করে ২৫৩ দশমেক ৫ মিটার দূরত্ব পাড়ি দিতে হয়। পথে থাকে নানা ধরনের বাধা। পানিভর্তি গর্ত। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, নিজের বউ ছাড়াও প্রতিবেশীর বউ বা বাগদত্তাকেও কাঁধে নিয়ে দৌড়োনো যেতে পারে। প্রতিবেশীর বা নিজের, যারই হোক না কেন- বউয়ের ওজন হতে হবে ন্যূনতম ৪৯ কেজি। যদি তার চেয়ে ওজন কম হয় তবে বউয়ের কাঁধে দিয়ে দেয়া হয় ভারী রুকস্যাক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়