১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শরণখোলায় মাদক সেবনের দায়ে এক জনের অর্থদন্ড সহ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় মাদক সেবনরত অবস্থায় ১০ গ্রাম গাজাসহ একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকার অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ২৮ ফেব্রুয়ারী বুধবার এই সাজা দেওয়া হয়। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত মোঃ নাসির হাওলাদার (২১) পিতা বাদল হাওলাদার তিনি মোরেলগঞ্জ উপজেলার খেজুর বাড়িয়া গ্রামের বাসিন্দা। শরণখোলা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনামশ্রম কারাদণ্ড ও ২০০ টাকার অর্থদন্ড দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়